• জামিয়া আরাবিয়া রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসা এন্ড শিশু একাডেমী


Principal's Message
Principal's Photo

ডাটাবেজে কোনো নোটিস পাওয়া যায়নি।

Menu
Details

সমস্ত প্রসংশা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই ভ্রান্তির যুগে আমাদেরকে সীরাতে মুস্তাকীমের উপর প্রতিষ্ঠিত রেখেছেন। দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। যিনি তার গোটা জীবন দ্বীন ইসলাম প্রতিষ্ঠা এবং আমাদের নাজাতের জন্য ব্যয় করেছেন। সুশিক্ষাই জাতির মেরুদন্ড। একমাত্র সুশিক্ষায় শিক্ষিত মানুষই পারে আদর্শ সমাজ গঠন করতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা নানাভাবে বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়ায় আমরা বঞ্ছিত হচ্ছি সুশিক্ষা থেকে আর আধুনিক শিক্ষা ব্যবস্থায় কুরআন ও হাদীসের শিক্ষা না থাকায় একটি বিশাল জনগোষ্ঠী যেমন নৈতিক উন্নতি, মানসিক প্রশান্তি এবং পরলৌকিক মুক্তি থেকে বঞ্ছিত হচ্ছে। ঠিক তেমনি কুরআন-হাদীস শিক্ষা পদ্ধতি অর্থাৎ, প্রচলিত মাদরাসা শিক্ষা ব্যবস্থায় আধুনিক ও সময়োপযোগী শিক্ষা না থাকায় ব্যর্থ হচ্ছে পার্থিব উন্নতি সাধন। ফলে উভয় শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে তৈরী হচ্ছে অপূর্ণতা ও দূর্বলতা। যা শান্তিময় সমাজ ও আদর্শ জাতি গঠনের অন্যতম প্রতিবন্ধকতা। অতএব, বর্তমানে এমন শিক্ষা পদ্ধতি অপরিহার্য, যা ইহকালের সফলতার সাথে সাথে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সুনিশ্চিত করবে। এই চিন্তা-চেতনাকে সামনে রেখেই দারুল উলূম দেওবন্দের শিক্ষা পদ্ধতির সঙ্গে আধুনিক সময়োপযোগী জ্ঞান-বিজ্ঞান ও কারিগরি প্রশিক্ষণের একটি বাস্তবমুখী প্রতিষ্ঠান তৈরির লক্ষ্যেই আল জামিআতুল ইসলামিয়া দারুল উলূম তারাইল ফুকরা মাদরাসার সূচনা।

Education Secretary's statement
Principal's Photo

ডাটাবেজে কোনো নোটিস পাওয়া যায়নি।"

Facebook
Google Map
Notice Board
আলহামদুলিল্লাহ, সকাল ৯টা থেকে বাদ আসর পর্যন্ত দাপ্তরিক সকল কার্যক্রম চালু আছে।
নূরানী কিন্ডার গার্টেন বিভাগে গত ২২ শে ডিসেম্বর ২০২৪ থেকে স্বল্প পরিসরে ক্লাস চালু হয়েছে। পুর্ণরূপে ক্লাস শুরু হবে ১লা জানুয়ারী ২০২৫ ই. থেকে।
সকল বিভাগের রেজাল্ট প্রদান করা হয়েছে। আপনার সন্তানের রেজাল্টের ব্যাপারে গুরুত্ব দিয়ে খোঁজ নিন।
আপনার সন্তানের দীন-ঈমান সংরক্ষণের নৈতিক দায়িত্ব আপনার। সুতরাং, তাকে দীনদার ও আলোকিত মানুষ বানানোর জন্য কওমী মাদরাসায় ভর্তি করুন
আমাদের নূরানী কিন্ডার গার্টেন বিভাগের জন্য চট্টগ্রাম বোর্ডের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ একজন বাংলা শিক্ষক আবশ্যক। আগ্রহীগণকে ০১৯৩৩-৫৫৭৮৩১ বা ওয়েব সাইটে দেওয়া নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
ইনশাআল্লাহ, আগামী ১লা জানুয়ারী থেকেই আমাদের নূরানী বিভাগের ক্লাস নিয়মতান্ত্রিকভাবে শুরু হয়ে যাবে। এখনও যারা নিজ সন্তানকে ভর্তি করাননি তাদেরকে দ্রুত ভর্তি করানোর জন্য অভিভাবকদেরকে অনুরোধ করা যাচ্ছে